Kate Middleton: রাজপরিবারের দায়িত্ব ছাড়ছেন কেট মিডলটন
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছেন কেট মিডলটন। তাই কেট স্থির করেছেন, ব্রিটিশ রাজপরিবারে যে যে ভূমিকা তিনি পালন করতেন, সেসব তিনি ছেড়ে দেবেন। প্রিন্সেস অফ ওয়েলস এক সময় তাঁর স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে থাকতেন আলোচনার কেন্দ্রে, কাড়তেন সকলের নজর। জানা গেছে, কেট সুস্থ হয়ে ফিরে আসার পরে কী কী করতে সক্ষম হবেন, তা নিয়ে বর্তমানে ভাবছেন তিনি নিজেই। অর্থাৎ তাঁর কেমোথেরাপি শেষ হওয়ার পরবর্তী সময়ে তিনি কী কী করবেন, আপাতত সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতেই তিনি ব্যস্ত। এমনকি রাজপরিবারের চিকিৎসক রিচার্ড ফিটজ উইলিয়ামস বলেছেন, কেট যখন আবার তাঁর কাঁধে রাজপরিবারের দায়িত্ব তুলে নেবেন, তখন তা অবশ্যই হবে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে। কাজের সঙ্গে শারীরিক সুস্থতার দিকটাও মাথায় রাখতে হবে।