• Sunil Chhetri: আর মাত্র কয়েকঘন্টা, বিদায়বেলায় বিশ্বকাপারের বিশেষ বার্তা সুনীলকে...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সময় ক্রমশ ঘনিয়ে আসছে। আর মাত্র কয়েকঘন্টা। তারপরই দেশের জার্সিতে শেষবার দেখা যাবে সুনীল ছেত্রীকে। একটি যুগের অবসান ঘটবে। তার আগে বিশেষ উপহার পেলেন ভারত অধিনায়ক। পেলেন বিশ্বকাপ ফাইনালে খেলা তারকা ফুটবলারের বার্তা। সমাজমাধ্যমে ইগর স্টিমাচ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই সুনীলকে বার্তা দেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার জাতীয় জার্সিতে দেখা যায় তারকা ফুটবলারকে। শুধুমাত্র সুনীল নয়, তাঁর সতীর্থদের জন্যও ছিল বিশেষ বার্তা। ভিডিওতে লুকা মদ্রিচ বলেন, 'সুনীল, দেশের হয়ে শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন। তুমি একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের বলব, সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখার চেষ্টা করতে। অধিনায়কের জন্য ম্যাচটা জিতে এসো তোমরা। ক্রোয়েশিয়া থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা।' এই বার্তার জন্য মদ্রিচকে ধন্যবাদ জানান স্টিমাচ। ভারতের কোচ লেখেন, 'ধন্যবাদ লুকা। আমাদের দেশ এবং অধিনায়ককে গর্বিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।' ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার হয়ে খেলেন মদ্রিচ। বিশ্বফুটবলের সেরা মিডফিল্ডারদের তালিকায় নিঃসন্দেহে থাকবেন। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে প্রচুর ট্রফি জিতেছেন। দেশের জার্সিতে শেষ ম্যাচে নামার আগে মদ্রিচের বার্তা নিশ্চয়ই সুনীলকে আরও তৃপ্তি দেবে। 
  • Link to this news (আজকাল)