Virat Kohli: পাকিস্তানের বিরুদ্ধে রান পাবেন কোহলি, দাবি গাভাসকরের
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যর্থ বিরাট কোহলি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলমেলে পিচে ৫ বলে মাত্র ১ রান করে আউট হন। প্রথম বল থেকেই বিশেষ সুবিধা করতে পারেননি। তবে এতে সিঁদুরে মেঘ দেখছেন না সুনীল গাভাসকর। কিংবদন্তি মনে করেন, কোহলির মতো গ্রেট ব্যাটার পাকিস্তান ম্যাচে ব্যর্থতা পুশিয়ে দেওয়ার চেষ্টা করবে। গাভাসকর বলেন, 'স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বাবর আজম, জো রুটদের মতো গ্রেট প্লেয়াররা একটা ম্যাচে ব্যর্থ হলেও, পরের ম্যাচে সেটা পুশিয়ে দেওয়ার চেষ্টা করে। দ্বিগুণ রান করতে চাইবে। সুতরাং, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ও যে রানটা পায়নি, তার দ্বিগুণ পাকিস্তানের বিরুদ্ধে করার চেষ্টা করবে। এর জন্য পাকিস্তান ছাড়া ভাল প্রতিপক্ষ কে হতে পারে!' নিউইয়র্কে দলের সঙ্গে পাঁচদিন পরে যোগ দেন কোহলি। প্র্যাকটিসের যথাযথ সময় পায়নি। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পাননি। যার ফলে প্রথমবার নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচে খেলতে নেমে স্বচ্ছন্দ ছিলেন না। তবে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই সফল বিরাট। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে। তাই রবিবার তাঁর রানে ফেরার বিষয়ে আশাবাদী সানি। টি-২০ ক্রিকেটে টানা আয়ারল্যান্ডকে হারানোর নজির গড়ল ভারত। অষ্টম জয় পেলেন রোহিতরা। টি-২০ তে বাংলাদেশকেও ভারত আটবার হারিয়েছে।