Rohit Sharma: ছক্কার রেকর্ড, ধোনিকে পেছনে ফেলে টি-২০ ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক রোহিত...
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া রেকর্ড রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা মারার নজির গড়লেন হিটম্যান। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ছয় মারার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড গড়ে ফেললেন। বিশ্বের কোনও ক্রিকেটার এই মাইলস্টোন পেরোতে পারেননি। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছয় মেরেছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হিসেবেও এমএস ধোনিকে টেক্কা দিলেন রোহিত। ৭৩ টি-২০ ম্যাচের মধ্যে ৪১ ম্যাচ জিতেছিলেন মাহি। ৫৫ ম্যাচে ৪২তম জয় তুলে নেন রোহিত। জয়ের গড়ও তাঁরই বেশি। ধোনির ৫৯.২৮ শতাংশ, রোহিতের ৭৭.২৯ শতাংশ। বিরাট কোহলির ৬০ শতাংশ। অধিনায়ক হিসেবে ৫০টি টি-২০ ম্যাচের মধ্যে জেতেন ৩০টিতে। সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় আছেন বাবর আজম। ৮১ ম্যাচের মধ্যে জেতেন ৪৬টিতে। ইংল্যান্ডের ওইন মর্গ্যান এবং আফগানিস্তানের আজগর আফগানের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন রোহিত। যদিও বাবরের থেকে তাঁর জয়ের গড় বেশি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে আরও একটি নজির গড়েন ভারত অধিনায়ক। বিরাট কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ৪০০০ রান সম্পূর্ণ করলেন। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেন রোহিত। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতের নেতা।