• Hardik Pandya: ‌কাপ জয়ে যুবির ভূমিকায় অবতীর্ণ হোক হার্দিক, চাইছেন দেশের প্রাক্তন ক্রিকেটার ...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলে ছন্দে না থাকলেও টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বল হাতে সফল হার্দিক পাণ্ডিয়া। ৩ উইকেট পেয়েছেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভারতের কাপ জয়ের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর চাইছেন ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে যুবরাজ সিং যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেই ভূমিকায় অবতীর্ণ হোন পাণ্ডিয়া। জাফরের কথায়, ‘‌২০০৭ ও ২০১১ সালে ভারতের কাপ জয়ের পিছনে যুবরাজ সিংয়ের বড় ভূমিকা ছিল। এবার হার্দিক সেই ভূমিকাটা পালন করুক। শুধু হার্দিক নয়, শিবম দুবের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাদেজা ও অক্ষরের মতো অলরাউন্ডারদেরও জ্বলে উঠতে হবে।’‌ তবে জাফরের মতে, ‘‌হার্দিক, দুবে ও জাদেজা সম্ভবত প্রথম এগারোয় থাকবে। প্রতিপক্ষ বুঝে হয়ত অক্ষরকে খেলানো হবে। তবে প্রথম তিন জনের অবশ্যই প্রথম এগারোয় জায়গা মিলবে।’‌ 
  • Link to this news (আজকাল)