Narendra Modi: শনিবার নয় রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি
আজকাল | ০৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফলাফলের আগে থেকেই জল্পনা ছিল, ৮ জুন, শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার তোড়জোড় কর্তব্যপথে শুরুও হয়ে গিয়েছে বহু আগেই। বুধবারও শোনা গিয়েছিল, সম্ভবত শনিবারই শপথ নিতে চলেছেন। তবে বৃহস্পতিবার জানা গেল শনিবার নয়, রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার ফলাফল ঘোষণার পর, বুধবার দিল্লিতে বৈঠকে বসে এনডিএ জোট। নজর ছিল নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তের উপর। বুধবার তাঁরাও মোদিকে সমর্থনের কথা জানিয়েছেন। বৈঠকে মোদিকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানা গিয়েছেন, মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন নানা দেশের নেতা নেত্রীরা। শেখ হাসিনা শুক্রবারই ঢাকা থেকে ভারতে আসছেন। রবিবার সন্ধে পর্যন্ত তাঁর দিল্লিতে থাকার কথা জানা গিয়েছে।