• AGNIVEER: অগ্নিবীর নিয়ে মন্তব্য জেডিইউ নেতার, শুরুতেই শরিক চাপে বিজেপি শিবির...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শরিকদের নিয়ে ফের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে এবারের চিত্রটা হবে একটু আলাদা। শরিকরা যে এবার প্রতিটি পদক্ষেপে বিজেপিকে চাপে রাখবে সেটা বলাই বাহুল্য। জেডিইউ-র এক নেতা ইতিমধ্যেই সেনাবাহিনীতে অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন। নীতিশ ঘনিষ্ঠ বলে পরিচিত জেডিইউ নেতা কে সি ত্যাগী জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে অগ্নিবীর প্রকল্প নিয়ে ফের একবার চিন্তাভাবনার সময় এসে গিয়েছে। অগ্নিবীর নিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। সেগুলির দ্রুত সমাধান হওয়া দরকার। প্রসঙ্গত, ২০২২ সালে অগ্নিবীর প্রকল্প চালু করে। সেখানেই বেশকিছু নতুন নিয়ম চালু করা হয়। সেগুলি নিয়ে বিস্তর জলঘোলা হয় বিভিন্ন রাজ্যে। প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসার আগেই নীতিশ ঘনিষ্ঠ নেতার এহেন মন্তব্যেই পরিষ্কার শুরু থেকেই এনডিএ সরকারকে চাপে রাখতে চাইছে শরিকরা।  
  • Link to this news (আজকাল)