• Trekkers Death: পর্বতারোহণে গিয়ে উত্তরকাশীতে নিখোঁজদের উদ্ধারে বায়ুসেনা...
    আজকাল | ০৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘটনাটি ঘটেছে উত্তরকাশী জেলার সহস্ত্রতাল ট্রেকিং রুটে ৷ আটকে পড়া বাকি পর্বতারোহীদের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনার তরফে দুটি চিতা হেলিকপ্টার উদ্ধারকার্যে নামানো হয়েছে। খারাপ আবহাওয়া থাকার কারণে নিখোঁজ হয়ে পড়েন পর্বতারোহীদের দলটি। জানা গিয়েছে, ২২ জনের একটি দল সহস্ত্র তাল অভিযানে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে পথ হারিয়ে ফেলেন তাঁরা। মৃত্যু হয় ৯ জনের।। সঙ্গে ছিলেন তিনজন শেরপা। মৃত্যু হয়েছে তিনজন শেরপারও। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মোতায়েন করা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ২২ জন সদস্যের দলটিতে ১৮ জন কর্ণাটকের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। বাকি তিনজন ছিলেন স্থানীয় শেরপা। ২৯ মে সহস্ত্রতালে পর্বতারোহণে অভিযানে গিয়েছিল ২২ জনের দল। ফেরার কথা ছিল ৭ জুন।
  • Link to this news (আজকাল)