আজকাল ওয়েবডেস্ক: পানিহাটিতে পুকুর থেকে উদ্ধার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার সকালে পানিহাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড অঞ্চলে কটন মিল সংলগ্ন একটি পুকুর থেকে একটি দেহ উদ্ধার হয়। স্থানীয়রা পুকুরে ভেসে ওঠা দেহটি দেখতে পেয়ে খবর দেয় খড়দহ থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় স্থানীয় হাসপাতালে। সূত্রের খবর, দেহটি আনুমানিক তিন দিনের পুরনো। এটা খুন নাকি আত্মহত্যা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।