• শুভেন্দু, সুকান্তদের দিল্লিতে তলব করল বিজেপি
    দৈনিক স্টেটসম্যান | ০৬ জুন ২০২৪
  • কলকাতা, ৬ জুন:   লোকসভা ভোটে রাজ্যে ভরাডুবি গেরুয়া শিবিরের। বিজেপি-র পূর্ব ঘোষিত ৩০টি আসন তো দূরের কথা, গতবারের ১৮টি আসনের সবকটি ধরে রাখতে পারেনি। সাকুল্যে এবার ১২টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। রাজ্যের গেরুয়া বাহিনী পরিচালনার দায়িত্বে দুই কান্ডারি সুকান্ত, শুভেন্দুর রণকৌশল ব্যর্থ হল মমতা-অভিষেকের স্ট্রাটেজির কাছে। অথচ এই সুকান্ত, শুভেন্দুর ওপরই ভরসা করে, তাঁদের পরিকল্পনা মতো বাংলার লোকসভা যুদ্ধ জয়ের ব্রিগেড সাজিয়েছিলেন মোদী, অমিত শাহরা। সেই যুদ্ধে পরাজিত হয়েছে গেরুয়া বাহিনী। এবার এই দুই নেতাকে দিল্লিতে ডেকে পাঠাল বিজেপির কেন্দ্রীয় কমিটি। আগামীকাল, ৭ জুন শুক্রবার দিল্লিতে এবিষয়ে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন সুকান্ত শুভেন্দুরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যে ৬টার মধ্যে তাঁদের দিল্লিতে পৌঁছতে বলা হয়েছে।
    বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলেছেন, “আগামী ৭ তারিখ দিল্লিতে সকলে মিলে বসব। সেখানে রাজ্যসভা ও লোকসভার নব নির্বাচিত সাংসদদের ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের বিধানসভার নেতাদের ডেকে পাঠানো হয়েছে। তাঁরা যাবেন। আমাদের এখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও যাওয়ার কথা রয়েছে।”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)