• নড়ে গেল নিউ ইয়র্ক, তাহলে সরছে বিশ্বকাপ! বিরাট আপডেট আইসিসি-র
    ২৪ ঘন্টা | ০৬ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জো বাইডেনের দেশ আমেরিকায় চলছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। গত রবিবার থেকে শুরু হয়েছে কাপযুদ্ধ। ২০০৭ সালে প্রথমবার হয়েছিল কুড়ি ওভারের আইসিসি-র মহাযুদ্ধ। এবার নবম সংস্করণ। রীতিমতো মেগা ইভেন্ট। প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। আমেরিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। তবে যে আমেরিকায় খেলা বলতে বোঝে বাস্কেটবল ও রাগবি, সেই আমেরিকায় ক্রিকেট কার্যত নতুন খেলা। ক্রিকেটের প্রচারের জন্য়ই বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা। ক্রিকেট খেলার উপযুক্ত করে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামকে তৈরি করা হয়েছে। এখানে ভারত-পাক সহ মোট ৯টি ম্য়াচ হবে। ৩৪ হাজার দর্শকের বসার ব্য়বস্থা করা হয়েছে। অনেক আসনই অস্থায়ী। অ্যাডিলেডে তৈরি হওয়া চারটি প্রধান পিচ ও হাফ ডজন ড্রপ ইনি সারফেস ইনস্টল করেই খেলা হচ্ছে। তবে এই পিচের স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। দেশ-বিদেশের একাধিক ক্রিকেটাররা আওয়াজ তুললেন খেলার অযোগ্য় পিচ নিয়ে। তাঁরা সাফ বলছেন আতঙ্কের আমেরিকায় ভয়ংকর মরণফাঁদে ক্রিকেটাররা। এমনকী ভারতও অসন্তুষ্ট এই পিচ নিয়ে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক থেকে বিশ্বকাপ সরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ নিউ ইয়র্কে খেলা না হলেও বিকল্প হিসেবে মার্কিন মুলকে ফ্লোরিডা, মরিসভিল, ডালাস ও টেক্সাস রয়েছে।এখন প্রশ্ন আইসিসি এই নিয়ে কী ভাবছে? আইসিসি-কে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, 'পিচ নিয়ে অসন্তোষের বার্তা ভারত ব্য়ক্তিগত ভাবে দিয়েছে বটে। দ্বৈত-গতির পিচে ব্য়াটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আইসিসি অতীতের পরিত্য়ক্ত খেলার তথ্য় সংগ্রহ করে এরপর পদক্ষেপ নেবে। তবে আপাতত আইসিসি নিউ ইয়র্ক থেকে কোনও ম্য়াচ সরিয়ে ফ্লোরিডা বা টেক্সাসে নিয়ে যাওয়ার ভাবনা নেই। এই দুই ভেন্যুতেই রয়েছে প্রাকৃতিক পিচ। জানা যাচ্ছে যে, ভারত-পাক ম্য়াচে অব্য়বহৃত পিচই থাকছে। যদিও সেই ম্য়াচের আগে অন্যান্য পিচগুলি কীরকম ব্য়বহার করছে তার উপর নির্ভর করে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যেতে পারে।' রিপোর্টে আরও বলা হয়েছে, 'সমস্যাগুলির প্রকৃত নির্ণয় এখনও হয়নি। ভারতীয় সমর্থকরা তাদের আট উইকেটের জয়ের দিন, একটা সময়ে, আয়ারল্যান্ডের রানের জন্য়ও আনন্দ করেছিলেন, তাঁরা আশা করছিল যে আয়ারাল্যান্ডের খেলার সময়ে আরও একটু বাড়লে, তারা দ্বিতীয় ইনিংসে বেশি ব্য়াটিং দেখতে পারবে।'হ্য়ারি টেকটর, লরকান টাকার, পল স্টারলিং, রোহিত শর্মা ও ঋষভ পন্থ এই পিচে খেলতে গিয়েই আহত হয়েছে। ফলে চিন্তা বাড়ছেই। নিউ ইয়র্কে অসম বাউন্সের সঙ্গেই মন্থর গতির পিচ। তাছাড়াও এই পিচ বালি নির্ভর। ফলে একাধিক সমস্য়ায় নড়ে গেল নিউ ইয়র্ক! শ্রীলঙ্কার ৭৭ রানে ও নিউ ইয়র্কের ৯৬ রানে গুটিয়ে যাওয়ার পরেই আরও প্রশ্ন উঠেছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)