• মন্ত্রী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি! রবির সন্ধ্যায় শপথ মোদীর...
    ২৪ ঘন্টা | ০৬ জুন ২০২৪
  • রাজীব চক্রবর্তী: বদল হচ্ছে শপথ নেওয়ার দিন। শনিবার নয়, শপথ হবে রবিবার ৯ জুন। রবিবার সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে সূত্রের খবর, স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ, প্রতিরক্ষা- এই 'কোর ফোর গ্রুপ' নিজের হাতেই রাখবে বিজেপি! ওদিকে বাংলা থেকে কি এবার মন্ত্রিসভায় ২ জন? সূত্রের খবর, তেমনই। বাংলা থেকে এবার মন্ত্রিসভায় এবার থাকতে চলেছেন ২ জন! এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহ টেলিফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। সেখানেই বাংলা থেকে ২ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। কে কে? কোন ২ জন? সূত্রের খবর, উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা ও দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলিকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। প্রসঙ্গত, লোকসভা ভোটের ফল বেরনোর পর গতকাল বৈঠকে বসে এনডিএ শিবিরও। এনডিএ বৈঠকে নরেন্দ্র মোদী সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হন। শরিকদের সমর্থন পেতেই তৃতীয়বারের জন্য মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনও বাধা রইল না। বৈঠকে চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমার এনডিএ-কে সমর্থনের কথা স্পষ্ট করে দেন। তবে চন্দ্রবাবু নায়ডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ উভয়েই লোকসভার স্পিকার পদের দাবিদার। পাশাপাশি, মন্ত্রিসভায় নিজের দলের কমপক্ষে ৪ জনকে দেখতে চেয়েছেন চন্দ্রবাবু নায়ডু। ওদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী মিলিয়ে জেডিইউ-র মোট ৫ জনকে রাখার দাবি জানিয়েছেন নীতীশ কুমারও। ফলে এনডিএ শিবিরের বিড়ম্বনা যে কমছে না তা বলাই বাহুল্য। লোকসভা ভোটের ফল বেরতেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৪০ আসন পেয়ে বিজেপি ম্যাজিক ফিগারের অনেক নীচে। এনডিএ-এর ঝুলিতে রয়েছে ২৯২ আসন। ফলে সরকার গড়তে বিজেপি এখন শরিক নির্ভর! আর সেখানেই নীতীশ-নায়ডু হয়ে উঠেছেন এনডিএ শিবিরের এক্স-ফ্যাক্টর। সরকারের ভাগ্য যে তাঁদের হাতে একথা বলাই যায়! এই পরিস্থিতির মধ্যেই সূত্রের খবর, ৭ জুন বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দলও। সেই বৈঠকেও মোদীকেই নেতা নির্বাচন করা হবে বলে একপ্রকার নিশ্চিত খবর।
  • Link to this news (২৪ ঘন্টা)