• টি-২০ তে নতুন রেকর্ড করে ভুল ড্রেসিংরুমে ঢুকে পড়ছিলেন ওয়ার্নার...
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বার্বাডোজের কেনসিংটন ওভালে ওমানের বিরুদ্ধে দলকে জিতিয়ে ফেরার পথে ভুল ড্রেসিংরুমে ঢুকে পড়ছিলেন ডেভিড ওয়ার্নার। সিঁড়ি বেয়ে প্রতিপক্ষ দলের ড্রেসিংরুমের দিকে অনেকটাই এগিয়ে যান অজি তারকা। কিন্তু মাঠ থেকে সতীর্থরা ওয়ার্নারের ভুল শুধরে দেয়। সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারেন, এবং সিঁড়ি বেয়ে নেমে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের দিকে যান। এই মজার মুহূর্ত টিভি ক্যামেরায় ধরা পড়ে। ওমানের বিরুদ্ধে ৫১ বলে ৫৬ রানের ম্যাচ জেতানো ইনিংসের পর ক্ষণিকের জন্য ওয়ার্নারের স্মৃতি লোপ পায়। যদিও নিজের ভুল সঙ্গে সঙ্গেই শুধরে দেন। এদিন ওমানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেন ওয়ার্নার। শেষটা করেন মার্কাস স্টোইনিস। ৩৬ বলে ৬৭ রান করেন। এদিন অ্যারন ফিঞ্চকে টপকে টি-২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন অজি ওপেনার। ১০৪ ইনিংসে ৩১৫৫ রান ওয়ার্নারের। যা ফিঞ্চের থেকে ৩৫ রান বেশি। তাঁর রেকর্ড ছাপিয়ে যাওয়ার পর কমেন্ট্রি বক্স থেকে ওয়ার্নারকে শুভেচ্ছা জানান ফিঞ্চ। মাঠ থেকেই বুড়ো আঙুল তুলে অভিবাদন গ্রহণ করতে দেখা যায় তাঁকে। এই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। একদিনের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। টি-২০ বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও বিদায় নেবেন। বৃহস্পতিবার প্রথম ম্যাচে ওমানকে হারায় অস্ট্রেলিয়া। বিধ্বংসী ৬৭ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মার্কাস স্টোইনিস। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে ওমান। অস্ট্রেলিয়ার পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। 
  • Link to this news (আজকাল)