T20 World Cup: বুমরার পরামর্শেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সফল অর্শদীপ ...
আজকাল | ০৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ড ম্যাচের শেষে রোহিত শর্মা জানান, শুরুতে অর্শদীপের জোড়া উইকেট ম্যাচের টোন সেট করে দেয়। তবে এই সাফল্যের অন্তরালে আরও একজন আছেন। তিনি যশপ্রীত বুমরা। ভারতীয় পেসারের পরামর্শেই আইরিশদের বিরুদ্ধে সফল অর্শদীপ সিং। মেঘলা আবহাওয়ায় ড্রপ ইন পিচে বল কন্ট্রোল করা সহজ ছিল না। বিশেষ করে সুইং কন্ট্রোল করা। বুমরার দ্বারস্থ হন তিনি। তাঁর পরামর্শেই এই সমস্যা কাটিয়ে ওঠেন। তাতেই সাফল্য। অর্শদীপ বলেন, 'আমি বল সঠিক জায়গায় রাখার চেষ্টা করছিলাম। কিন্তু বল অত্যাধিক সুইং করছিল। তাই একাধিক ওয়াইড হয়। জাস্সি ভাই নিজের অভিজ্ঞতা দিয়ে আমাদের উইকেটের পেছনে ছুটতে বারণ করে। নিজের স্বাভাবিক বল করতে বলে। সঠিক জায়গায় বল ফেলতে বলে। তাতে যা রেজাল্ট আসবে, সেটাই ভাল। তাতে রানের গতি কমতে পারে, বা উইকেটও আসতে পারে। লোভী হয়ে উইকেটের পেছনে ছোটা ঠিক নয়। প্রথমদিকে বল সুইং করছিল। শুরুতে এটার অ্যাডভান্টেজ নেওয়াই প্ল্যান ছিল। এই পরিস্থিতিতে সঠিক জায়গায় বল রাখতে পারলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে।' বর্তমানে নাসাউযের পিচ আলোচনার মূল বিষয়বস্তু। পেসাররা সুবিধা পাচ্ছে এই উইকেটে। বাউন্স থমকে আসছে। তবে পিচ নিয়ে বিশেষ ভাবতে চান না ভারতীয় পেসার। নিজের কাজটা করে যাওয়াই লক্ষ্য। অর্শদীপ বলেন, 'আমরা আইপিএল খেলে এখানে এসেছি। যেখানে ২৪০ রান হত। পিচ দুই দলের জন্যই সমান। তাই যে দল ভাল বল করবে, তাঁরাই রেজাল্ট পাবে।' আউটফিল্ড মন্থর। এইধরনের মাঠে চোটের প্রবণতা বাড়ে। তাই শোনা গিয়েছিল, ফিল্ডিংয়ের সময় সতর্কতা অবলম্বন করে অলআউট না যাওয়ার বার্তা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। যা পুরোপুরি অস্বীকার করেন অর্শদীপ।