• Rahul Gandhi: মোদি-শাহের বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন রাহুল
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মোদি শাহের বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস নেতা, সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল শেয়ার বাজার প্রসঙ্গে একাধিক তথ্য তুলে দুষলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে। ভোট পর্বে আলোচনা তুঙ্গে শেয়ার বাজার নিয়ে। বুথ ফেরত সমীক্ষা প্রকাশে আসার পর যেমন চড়চড়িয়ে বেড়েছিল শেয়ার বাজার। ফলাফল প্রকাশের পর ঘটল একেবারে উল্টো ঘটনা। বিজেপি ম্যাজিক ফিগার পৌঁছতে পারেনি এবার। গেরুয়া শিবিরের একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস মিলতেই শেয়ার বাজারে তার প্রভাব পড়ে ব্যাপক হারে। মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার। বৃহস্পতিবার রাহুলের মুখে সেই প্রসঙ্গ। শেয়ার বাজার নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যসহ একাধিক বিষয়ে কংগ্রেসের অবস্থানের কথা বলেন। কংগ্রেস বলছে, শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় ‘‌দুর্নীতি’ হয়েছে। বুথফেরত সমীক্ষাকে সামনে রেখে শেয়ার বাজার প্রভাবিত করা হয়। যার ফলে প্রায় ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় খুচরো লগ্নিকারীদের। শেয়ার বাজার দুর্নীতির তদন্তে যৌথ সংসদীয় কমিটির (‌‌জেপিসি)‌‌ দাবি এবং ফৌজদারি আইন মেনে তদন্তের দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, তাঁদের প্রশ্ন প্রধানমন্ত্রী দেশবাসীকে বিনিয়োগ পরামর্শ কেন দিয়েছেন? ৫ কোটি পরিবার, যাঁরা বিনিয়োগ করেন, তাঁদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন স্টক কিনতে বললেন? রাহুলের দাবি, লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, আগে থেকেই তা জানতেন বিজেপি শীর্ষ নেতারা। দলের অভ্যন্তীরণ রিপোর্টে ২২০ আসনের কথা বলা হয়েছিল। গোয়েন্দা রিপোর্টেও ২০০ থেকে ২২০ বলা হয়েছিল। অর্থাৎ ৪০০ পার যে হচ্ছে না, তা জানতেন সকলেই।  বলেন, 'বিনিয়োগ নিয়ে পরামর্শ দেওয়া তাঁদের কাজ নয়।' একেবারে তথ্য উল্লেখ করে রাহুল বোঝালেন শেয়ার বাজার দুর্নীতির ‘‌ক্রোনোলজি’‌। ১৩মে, ২০২৪, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪জুনের আগে শেয়ার কেনার জন্য। ১৯ মে, প্রধানমন্ত্রীও বলেন ৪ জুন শেয়ার বাজার সূচক রেকর্ড ছড়িয়ে যাবে। যেটি ২৮ মে পর্যন্ত বারবার বলেছেন। এরপরই প্রকাশ্যে আসে এক্সিট পোল। রেকর্ড উচ্চতায় উঠে যায় শেয়ার বাজার সূচক। ৪ জুন ফলাফলের আভাস পাওয়ার পরেই পড়ে শেয়ার বাজার। একই সঙ্গে বলেন, 'দুটি সাক্ষাৎকার দেওয়া হয়েছিল, যেগুলি আদনি জির চ্যানেল। সংস্থার মালিকের বিরুদ্ধে সেবির তদন্ত চলছে। এক্ষেত্রে ওই দুই চ্যানেলের ভূমিকা কী । বিদেশী বিনিয়োগকারীদের সঙ্গে বিজেপির যোগ কী তা নিয়েও প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতা বলেন, ভুয়ো এক্সিট পোল ছড়ানো হয়েছিল, যাতে তার প্রভাব সাধারণ মানুষ শেয়ার কেবেন। বলেন, 'এটা বড় কেলেঙ্কারি।' যৌথ সংসদীয় কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত দাবি করেন। এই ঘটনায় মোদি, শাহ, বিজেপির অন্যান্য সদস্য, ভুয়ো এক্সিট পোল তৈরি করেছেন যাঁরা এবং বিদেশী বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানান। আদানি গোষ্ঠীর কেলেঙ্কারির চেয়ে শেয়ার দুর্নীতি অনেক বড় কেলেঙ্কারি বলেও উল্লেখ করেন।বলেন, 'এটি আদানি ইস্যুর সঙ্গে যুক্ত হলেও, তা থেকে অনেক বড়।'
  • Link to this news (আজকাল)