CUSTODY: প্রজ্জল রেভান্নর পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল
আজকাল | ০৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত জেডিএস নেতাকে আগেই সাসপেন্ড করেছে দল। এবার পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল প্রজ্জল রেভান্নর। প্রাক্তন এই সাংসদ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরই জার্মানিতে পালিয়ে যান। এরপর ৩১ মে তিনি ফিরে আসেন ভারতে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করে সিট। পরদিনই তাঁকে আদালতে তোলা হলে ৬ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ হয়। এরপর বৃহস্পতিবার ফের তাঁকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। ১০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ল। চলতি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন রেভান্ন। কিন্তু যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত থাকার কারণে তিনি ৪২ হাজারের বেশি ভোটে পরাজিত হন। রেভান্নর হয়ে ভোটে প্রচার করেছিলেন খোদ নরেন্দ্র মোদি।