মিল্টন সেন,হুগলি : রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকায় ষষ্ঠ স্থানে ত্রিবেনীর ঋতম ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের পর আবারও সাফল্য জেলায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকার প্রথম দশে নাম ছিল জেলার ১৩ পড়ুয়ার। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্টান্স পরীক্ষার ফলাফল। মেধা তালিকা অনুযায়ী রাজ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র ঋতম ব্যানার্জি। তার প্রাপ্ত নম্বর ১৬৭। পরীক্ষা ছিল মোট ২০০ নম্বরের। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় সে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে। তবে আপাতত আইআইটি পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে ঋতম। ঘরের ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার পরিজনদের মধ্যে। বাবা দেবকীনন্দন ব্যানার্জি, পেশায় তিনি চিকিৎসক। বর্তমানে তিনি ত্রিবেণী টিস্যু কারখানায় কর্মরত। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ত্ব পালন করছেন। মা পারমিতা ব্যানার্জি গৃহবধূ। ঋতম ছোটবেলা থেকেই মেধাবী। আইএসসি পরীক্ষায় এবছর ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছে সে। স্বপ্ন একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হওয়ার। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পাশাপাশি সে অপেক্ষায় রয়েছে আগামী রবিবারের। সেদিন আই আই টির রেজাল্ট। এদিন নিজের সাফল্য প্রসঙ্গে ঋতম জানিয়েছে, এই ফল তার কাছে প্রত্যাশিত ছিল। সে আশাবাদী ছিল জয়েন্টে ভাল ফল হবে। গত দুবছর সে টানা কঠোর পরিশ্রম করেছে। তবে শুধু পরীক্ষায় নম্বর বাড়ানোর জন্য পড়াশোনা নয়, বরং বিষয় জেনে বোঝার জন্য পড়াশোনা করেছে। আইএসসির ফলাফল নিয়েও যথেষ্ঠ আত্মবিশ্বাসী ছিল সে। পরে জয়েন্টের ফলাফলে কার্যত তার স্বপ্নপূরণ হয়েছে। ঋতম জানিয়েছে, এখনই সে ভবিষ্যতে উচ্চশিক্ষা নিয়ে মনস্থির করেনি। কম্পিউটার সায়েন্স নিয়ে তার পড়ার ইচ্ছে, তবু আইআইটির রেজাল্ট বেরোনোর পর হবে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।