আজকাল ওয়েবডেস্ক: ফের বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি। সূত্রের খবর, সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। তার আগেই মিনাঁখার বামনপুকুরে বাধার মুখে পড়তে হয় তাঁকে। অভিযোগ, তাঁকে ঘিরে স্লোগান উঠে জয় বাংলা। অভিযোগের তীর শাসক দলের দিকে। বাধাপ্রাপ্ত হওয়ার পর সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে জানান, আক্রান্ত দলীয় কর্মীদের যাতে দেখতে যেতে না পারেন, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে তাঁকে। গণতন্ত্রের উৎসব চলছে বলেও ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি এবার নিজেও প্রার্থী ছিলেন লোকসভা নির্বাচনে। গণনার দিন, তাঁর জয় নিয়েও দিনভর উত্তেজনা ছিল সকলের মধ্যে। কড়া টক্কর দিয়ে, শেষ মুহূর্তে অল্পের জন্য নিজের জয় বজায় রাখেন সুকান্ত।