Dies: অতিরিক্ত ভিড়, ক্যানিং লোকাল থেকে পড়ে মৃত যুবক
আজকাল | ০৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকালের ব্যস্ত সময়ে অত্যধিক ভিড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং লোকাল থেকে পড়ে মৃত এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। ক্যানিং–শিয়ালদহ লোকাল ট্রেনটি পিয়ালি স্টেশন ছাড়াতেই দুর্ঘটনাটি ঘটে। অন্য যাত্রীরা জানিয়েছেন, শিয়ালদহগামী ক্যানিং লোকালে ভিড় ছিল মাত্রাতিরিক্ত। ভিতরে ঢুকতে না পারায় ট্রেনের বাইরে ঝুলছিলেন বছর ৩৪–এর ওই যুবক। পিলারে ধাক্কা খেয়ে তিনি রেললাইনে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।