• India-Kuwait: কুয়েতের বিরুদ্ধে ড্র করে পাসিং ফুটবলকে দুষলেন স্টিমাচ...
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • কৌশিক রায়: মনের মত বিদায় হল না। যুবভারতীতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে কুয়েতকে হারাতে পারল না ভারত। একদিকে যেমন পরের রাউন্ডে যাওয়ার অঙ্ক কঠিন হল, অন্যদিকে জিতে কেরিয়ার শেষ হল না সুনীল ছেত্রীর। ড্রয়ের পর সাংবাদিক সম্মেলনে পাসিং ফুটবল খেলতে না পারাকেই দুষলেন কোচ ইগর স্টিমাচ। কোচের বক্তব্য, 'অনুশীলনে বারবার পাসিং ফুটবল খেলেছি। কিন্তু অনুশীলনের পরিবেশ আর ম্যাচ আলাদা। আমাদের ফুটবলাররা অনেকক্ষণ বল ধরে খেলছিল। ততক্ষণে প্রতিপক্ষ বল কেড়ে নিতে সক্ষম হয়েছে।' বেশ কয়েকবার টিম ইন্ডিয়ার বক্সে ঢুকে পড়লেও গোল পায়নি কুয়েত। এই প্রসঙ্গে একদিকে যেমন নড়বড়ে ডিফেন্স তেমনই কিপার গুরপ্রীতের প্রশংসা করলেন ইন্ডিয়া কোচ। তিনি বলেন, 'আজকে দলের মধ্যে সবথেকে ভাল খেলেছে গুরপ্রীত। গোলকিপার যদি সবথেকে ভাল খেলে তাহলে দলের পক্ষে জেতা কঠিন। কুয়েত বারবার আমাদের ডিফেন্সকে পরাজিত করেছে। ওদের পাস কোয়ালিটি অনেক ভাল ছিল। গোল পেতে গেলে বারবার অ্যাটাকে যেতে হত আমাদের। সেটা আমরা করতে পারিনি।' ভারতীয় ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকারের শেষ ম্যাচে জিতে ফিরতে পারল না দল। ছেত্রীর প্রশংসাও শোনা গেল স্টিমাচের গলায়। এদিন ড্র করার পরেও তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছে। তবে তার জন্য কাতারের মাঠে কাতারকে হারাতেই হবে ইন্ডিয়াকে। তার জন্য যে প্রস্তুতিতে কোনো রকম খুঁত রাখবেন না তারও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।
  • Link to this news (আজকাল)