• বাংলায় ফুটবলের প্রসারে সুনীলকে কাজ করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর!
    ২৪ ঘন্টা | ০৭ জুন ২০২৪
  • দেবাঞ্জন বন্দ্যোপাধ্য়ায়: বল পায়ে আর নামবেন না মাঠে! যেদিন ফুটবল কেরিয়ারে ইতি টানলেন, সেদিন সুনীল ছেত্রীকে বাংলায় ফুটবল প্রসারে স্বার্থে কাজ করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর ফোন থেকে সদ্য প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথা বললেন তিনি নিজে।

    ভারতীয় ফুটবলে 'এন্ড অফ অ্য়ান এরা'। বর্তমান থেকে প্রাক্তন হয়ে গেলেন কিংবদন্তি সুনীল ছেত্রী। কলকাতাতেই দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের কুয়েত বিরুদ্ধে শেষ ম্যাচ খেললেন যুবভারতীতে।এদিন যুবভারতীতে সুনীলকে মুখ্যমন্ত্রীর তরফে বিদায় সংবর্ধনা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নকশা করা।

    উনিশটা সোনার কয়েন দিয়ে তৈরি সোনার হার, স্যুট ,শাড়ি ও  উনিশটা গোলাপ তুলে দেওয়া হয় সুনীল ছেত্রীর হাতে।এদিকে ম্যাচের আগে দুপুরে সুনীলের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী জানান, মুখ্য়মন্ত্রী বলেছেন, 'আমি তোমাকে প্রথম অফার দিচ্ছি। বাংলার ফুটবলকে এগিয়ে নিতে তোমাকে ব্যবহার করতে চাই। তোমার যে কোন প্রয়োজনে আমাকে জানিও'।
  • Link to this news (২৪ ঘন্টা)