• ‌ক্রিকেটের শিশু আমেরিকার কাছে হেরে গেলেন বাবররা
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান ক্রিকেট দল। যে দলকে নিয়ে চলে না কোনও ভবিষ্যদ্বাণী। নিজেদের দিনে মহাশক্তিধর দলকে হেলায় উড়িয়ে দেবে। আবার ক্রিকেটের ‘‌শিশু’‌ আমেরিকার কাছে হেরে বসবে। যেমনটা হল ডালাসে নাসাই কাউন্টির বাইশ গজে। টি২০ বিশ্বকাপে সুপার ওভারে আয়োজক আমেরিকার কাছে হেরে বসল পাকিস্তান। টস জিতে শুরুতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল আমেরিকা। বাবররা তোলেন ১৫৯/‌৭। অধিনায়ক বাবর (‌৪৪)‌, শাদাব খান (‌৪০)‌ ছাড়া শেষের দিকে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান পেসার শাহিন আফ্রিদি (‌২৩)‌ ও ইফতিকার আহমেদ (‌১৮)‌। আমেরিকার সফল বোলার নসটুশ কেনজিগে। তিনি তিন উইকেট নেন। নেত্রাভালকার পান দুই উইকেট। জবাবে আমেরিকাও ২০ ওভারে তুলে ফেলে ১৫৯/‌৭। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ৫০। আন্দ্রিস গাউস করেন ৩৫। অ্যারন জোনস অপরাজিত থাকেন ৩৬ রানে। নীতীশ কুমার করে যান ১৪। খেলা গড়ায় সুপার ওভারে। আমেরিকা তুলেছিল ১৮ রান। মহম্মদ আমির তিনটি ওয়াইড করে পাকিস্তানের সুবিধা করে দেন। জবাবে পাকিস্তান তোলে ১৩। পাঁচ রানে হার পাকিস্তানের। বাবরদের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ফখর জামান এবং ইফতিকার আহমেদ। সৌরভ নেত্রাভালকরের দ্বিতীয় বলে চার মারেন ইফতিকার। কিন্তু তৃতীয় বলে আউট হয়ে যান। দুরন্ত ক্যাচ ধরেন নীতীশ কুমার। নামেন শাদাব খান। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচের সেরা হন আমেরিকার অধিনায়ক। 
  • Link to this news (আজকাল)