• China: করোনা নীতির বিরুদ্ধে ক্ষোভ, শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করে রাস্তায় চীনের সাধারণ মানুষ
    আজকাল | ২৮ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: চীন সরকারের করোনা নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষ।

    কমিউনিস্ট পার্টির নেতাদের ওপর প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ করারও দাবি জানিয়েছেন তাঁরা। চীনের উরুমকির একটি বহুতলে আগুন লেগে ১০ জনের মৃত্যুর পর দেশের করোনা নীতি নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেধেছে। সাংহাইতে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা প্রকাশ্যে শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করছেন।

    চীনের সাধারণ মানুষদের দাবি, এত বড় বিক্ষোভ এর আগে কখনও দেখা যায়নি। জিনজিয়াং অগ্নিকাণ্ডে নিহতদের শোক জানাতে শনিবার সাংহাইয়ের কেন্দ্রস্থলে শয়ে শয়ে মানুষ মোমবাতি জ্বালিয়েছেন। পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়েও চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জিনজিয়াং অগ্নিকাণ্ডে নিহতদের শোক জানিয়েছেন এদিন।
  • Link to this news (আজকাল)