• Parliament complex:‌ ভুয়ো আধার কার্ডে সংসদে ঢোকার চেষ্টা, ধৃত তিন
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদে ঢোকার চেষ্টা। গ্রেপ্তার তিন যুবক। ধৃতদের দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ। সূত্রের খবর, কাশিম, মনিশ এবং সোয়েব নামের তিন যুবক সংসদ চত্বরে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করত। তিন জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। বৃহস্পতিবার শ্রমিকদের রুটিন পরিচয়পত্র যাচাই পর্বে ওই তিন যুবকের পরিচয়পত্র দেখে সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। যাচাই করে দেখা যায়, ওই তিন যুবকই ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সংসদ চত্বরে কাজ করছিলেন। সঙ্গে সঙ্গে ওই তিন যুবককে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লিতে সংসদ ভবনের তিন নম্বর গেটের কাছ থেকে আটক করা হয় তিন সন্দেহভাজনকে। তাদের তল্লাশি চালালে উদ্ধার হয় জাল পাসপোর্ট ও আধার কার্ড। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা ধৃতদের আদালতেও পেশ করা হবে। প্রসঙ্গত, শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে বৈঠক রয়েছে এনডিএ–র। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি ও বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্বরা।
  • Link to this news (আজকাল)