আজকাল ওয়েবডেস্ক: বিহারের লখিসরাইয়ে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সন্ধেয় পাটনা-ঝাড়খণ্ড প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিউল স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। ওই ট্রেনের কয়েকটি বগিতে আগুন লাগে আচমকা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কেউ কেউ প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন। খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানা যায়নি এখনও। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ, হতাহতের সংখ্যা ও জানা যায়নি।