• Israel: ‌মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন নেতানিয়াহু
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন‌ নেতানিয়াহু। তবে দিন এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে মার্কিন কংগ্রেস কর্তৃপক্ষ।  ইজরায়েল–গাজা যুদ্ধ চলাকালীনই নেতানিয়াহু কংগ্রসের উভয়কক্ষ–সিনেট ও প্রতিনিধি পরিষদের সভায় ভাষণ দেবেন। রিপাবলিকান ও ডেমোক্রাট উভয় দলের আইনপ্রণেতারাই ইজরায়েলি প্রধানমন্ত্রীকে ভাষণের আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। নেতানিয়াহু আইসিসির এই পদক্ষেপের বিষয়ে জানান, গণতান্ত্রিক ইজরায়েলকে যে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। নেতানিয়াহুকে আমন্ত্রণের বিষয়ে দুই রিপাবলিকান–হাউস স্পিকার মাইক জনসন ও সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল বলেন, ‘‌আশা করি নেতানিয়াহু গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং গাজায় ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইজরায়েলি সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।’‌ প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে ইজরায়েলের সম্পর্ক যখন ‘‌ভাল’‌ নয়, তখনই নেতানিয়াহুর এই সফরের কথা প্রকাশ্যে এল। তবে এটা ঘটনা, যুদ্ধ জারি ও গাজায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের সমালোচনা করেছেন। ‌
  • Link to this news (আজকাল)