• T20 World Cup:‌ টি২০ বিশ্বকাপে পিচ বিতর্ক, আইসিসি দিল সাফাই
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপের উইকেট নিয়ে আলোচনা সর্বত্র। বিশেষ করে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পিচ পেসারদের সাহায্য করছে। এছাড়া বল দ্রুত ব্যাটে আসছে না। বড় শট খেলতে সমস্যা হচ্ছে। অসমান বাউন্স তো রয়েইছে। আর তার জন্যই আয়ারল্যান্ড ম্যাচে হাতে হালকা চোট পান রোহিত। তাছাড়া উইকেটে বহু ফাটলও রয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা পিচের সমালোচনা শুরু করেছেন। আইসিসি পিচ বিতর্কে সাফাই দিয়েছে, খুব বেশি ব্যবহৃত হয়নি, তাই একটু সমস্যা হচ্ছে। এই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। ড্রপ ইন পিচ নিয়ে আইসিসির সাফাই, ‘‌ভারত–আয়ারল্যান্ড ম্যাচের পরেই কাজ শুরু হয়েছে। বাকি ম্যাচগুলির জন্য সেরা সারফেস তৈরির চেষ্টা হচ্ছে। আসলে এই উইকেটগুলিতে বেশি ম্যাচ হয়নি। যত ম্যাচ হবে, তত পরিস্থিতি দলগুলির জন্য অনুকূল হবে।’‌ 
  • Link to this news (আজকাল)