আজকাল ওয়েবডেস্ক: দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুক্রবার ফের একবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানি হয়। ৮ জুন থেকে গরমের ছুটি পড়বে আদালতে। তার আগে কেজরিওয়ালের জামিন করানোর জন্য আদালতে অনুরোধ করেন তাঁর আইনজীবী। তবে ইডির পক্ষ থেকে এই জামিনের বিরোধ করা হল। ইডির পক্ষ থেকে বলা হয়, ভোটের প্রচারের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হলেও ফের তাঁকে জামিন দেওয়ার তীব্র বিরোধ করছি। কেজরিওয়াল একজন প্রভাবশালী ব্যক্তি। নিজের স্বাস্থ্যের কারণ দেখিয়ে তিনি জামিন পেতে চাইছেন। কিন্তু তিহার জেরে তাঁর স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে। দুপক্ষের কথা শুনে আদালত ১৪ জুন পর্যন্ত এই শুনানি পিছিয়ে দিয়েছে। এর আগে ৫ জুন কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন খারিজ করে আদালত। আপাতত ১৯ জুন পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।