ATISHI: হরিয়ানা থেকে পর্যাপ্ত পানীয় জল পাচ্ছে না দিল্লি: আতীশি
আজকাল | ০৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন দিল্লির জলমন্ত্রী আতীশি। তাঁর দাবি, বিগত তিনদিন ধরে হরিয়ানা থেকে সঠিক পরিমান জল পাচ্ছেন না তারা। আতীশির এই মন্তব্য ঠিক সেইসময় করা হল যখন সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশকে ১৩৭ কিউসেক জল দেওয়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালত হরিয়ানাকেও জলের সরবরাহ সঠিক রাখার নির্দেশ দিয়েছে। জল নিয়ে যেন কোনও রাজনীতি না হয় সেবিষয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। চলতি গরমে দিল্লিতে পানীয় জলের হাহাকার চলছে। এর আগে আতীশি জানিয়েছিলেন, দিল্লিতে তাপপ্রবাহের জেরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। যমুনা নদীর জল যে হারে কমেছে তার ফলে জলের হাহাকার দেখা দিয়েছে। বিগত সপ্তাহেই দিল্লি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। প্রতিবেশী রাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ এবং হিমাচল প্রদেশ থেকে যেন জলের সরবরাহ করা হয় সেবিষয়ে আদালতে অনুরোধ জানায় দিল্লি সরকার। এরপর শীর্ষ আদালত হিমাচল প্রদেশকে অতিরিক্ত জল দিতে নির্দেশ দেয়।