• ARRESTED: ‘চড়’ কাণ্ডে অভিযুক্ত সিআইএসএফ কনস্টেবল সাসপেন্ড, গ্রেপ্তার...
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মান্ডির সাংসদ অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াতকে চড় কাণ্ডে নয়া মোড়। মহিলা সিআইএসএফের কনস্টেবলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হল। সিআইএসএফ কনস্টেবল কুলভিন্দর কৌরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এরপর তাঁকে গ্রেপ্তারও করা হল। প্রসঙ্গত, চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগ ওঠে সিআইএসএফ কনস্টেবল কুলভিন্দর কৌরের বিরুদ্ধে। এবিষয়ে কৌরের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। কৌর আরও জানিয়েছেন, তিনি নিয়ে একজন কৃষক পরিবারের সন্তান। ফলে কৃষকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ করেই তিনি কঙ্গনাকে চড় মেরেছেন। যদিও চড় মারার বিতর্কিত ভিডিওটি যদিও পাওয়া যায়নি। তবে এই ঘটনার জেরে কৃষকদের বিষয়টি নিয়ে ফের একবার বিতর্ক তৈরি হয়েছে। মান্ডির সাংসদের এহেন বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা করা হয়েছে।   
  • Link to this news (আজকাল)