• Rahul Gandhi: মানহানির মামলায় জামিন রাহুলের
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল কর্ণাটক প্রদেশ বিজেপি। শুক্রবার সিটি সিভিল কোর্টে ওই মামলার শুনানিতে হাজিরা দেন রাহুল গান্ধী। বেলা বাড়তেই জানা গেল, মানহানির মামলায় জামিন পেলেন কংগ্রেস নেতা। ঘটনার সূত্রপাত কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়। ওই ভোটের আগে হাত শিবিরের একটি বিজ্ঞাপন নিয়ে জোর চর্চা হয়। বিজ্ঞাপনে বাসবরাজ বোম্বাইকে ৪০-শতাংশ কমিশনের সরকার বলে কটাক্ষ করা হয়েছিল। ২০১৯-২৩ সময়কালে ওই সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও আনা হয়েছিল। ক্ষুব্ধ বিজেপি তারপরেই মানহানির মামলা দায়ের করে। বিজেপির অভিযোগ এই বিজ্ঞাপনগুলি প্রকাশ করার পিছনে শিবকুমার এবং সিদ্দারামাইয়া অভিযুক্ত। একই সঙ্গে রাহুল গান্ধী নিজের সমাজমাধ্যমে এই বিজ্ঞাপন শেয়ার করেছিলেন বলেও অভিযোগ করে বিজেপি। ১ জুন এই মামলায় জামিন পান শিবকুমার এবং সিদ্দারামাইয়া।
  • Link to this news (আজকাল)