• ‌টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস ...
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • নিতাই দে, আগরতলা: পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এই উপলক্ষে সমাজে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উদ্যোগে এক সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার উপাচার্য রতন কুমার সাহা সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির শিক্ষক–শিক্ষিকা বৃন্দ। সাইকেল র‌্যালিতে ইউনিভার্সিটির পড়ুয়ারা সহ প্রায় ৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মন পতাকা নেড়ে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন। ঝর্ণা দেববর্মন বলেন, ‘‌প্রতিদিন বিভিন্ন কারণে পৃথিবীতে বায়ু দূষণ হচ্ছে। এই বায়ু দূষণ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারি একমাত্র আমরাই। যদি গাড়ি, বাইকের পরিবর্তে সপ্তাদে দু’‌দিন বাইসাইকেল চালাই, তাহলে দূষণ কিছুটা কমবে। স্বাস্থও ভাল থাকবে।’‌ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য রতন কুমার সাহা বলেন, ‘‌এখনকার ছেলেমেয়েদের চাহিদা বাইক বা স্কুটি। প্রতিদিন এত নতুন গাড়ি, বাইক ও স্কুটি রাস্তায় নামছে, যে বায়ু দূষণ বাড়ছে। যদি ছেলেমেয়েদের চাহিদাটা একটু ঘুরিয়ে আগের মত নিয়ে আসতে পারি সাইকেলে, তাহলে দূষণ থেকে কিছুটা মুক্তি পাবে পৃথিবী। তাছাড়া নিয়মিত বাইসাইকেল চালালে স্বাস্থ্যও ভাল থাকে।’‌ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের উপর ছোটদের নিয়ে একটি অঙ্কন ও পোস্টার প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরিবেশ বিষয়ে ইউনিভার্সিটি’‌র ছাত্র–ছাত্রীদের নিয়ে কুইজ কম্পিটিশনের আয়োজনও করা হয়। এদিন সাইকেল র‌্যালি আগরতলার স্টেট মিউজিয়ামের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে মহেশখলা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। ইউনিভার্সিটির উদ্যোগে এলাকার মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। 
  • Link to this news (আজকাল)