Death: রেলে ভোগান্তি, প্রবল ভিড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
আজকাল | ০৭ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রেলের সিদ্ধান্তে ভোগান্তি যাত্রীদের। ট্রেন থেকে স্টেশন, প্রবল ভিড়ের চাপে নাজেহাল যাত্রীরা। এর মাঝেই শুক্রবার সকালেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ মেন শাখায়। জানা গিয়েছে টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে যান বছর ২২-এর মহম্মদ আলি হাসান আনসারি। কিভাবে এই দুর্ঘটনা? যাত্রীদের বক্তব্য টিটাগড় থেকে ট্রেনে চেপেছিলেন ওই যুবক। কিন্তু ট্রেনে অত্যাধিক ভিড়ের কারণে কামরার ভেতরে প্রবেশ দূরের কথা, একপ্রকার ঝুলতে ঝুলতেই যাচ্ছিলেন। টিটাগড় থেকে ট্রেন বেরিয়ে খড়দহের দিকে যাওয়ার পথেই ঘটে বিপত্তি। সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। স্বাভাবিক ভাবেই ঘটনায় বাড়ছে ক্ষোভ। সূত্রের খবর, মৃতের বাড়ির তরফ থেকে হাসপাতালের বিরুদ্ধেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলবে। আর তার জেরে শুক্রবার সকাল থেকে বহু লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী শিয়ালদহ থেকেও বহু ট্রেন যাতায়াত করছে না। যাত্রাপথ বদল হয়েছে একাধিক ট্রেনের।অন্তত ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ডানকুনি, নৈহাটি, বারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, বারুইপুর, গেদে লোকালের মতো ট্রেনগুলি শিয়ালদহের বদলে দমদম জংশন থেকে ছাড়ছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ, বারাসত, হাবড়া, বনগাঁ লোকালের মতো ট্রেনগুলি ছাড়ছে। এর ফলে বিপুল সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেনে থিকথিকে ভিড়। অথচ ট্রেন নেই। অনেকে ভিড় ট্রেনে উঠতে না পেরে বাস রুটে অফিসের দিকে রওনা দিয়েছেন। এদিকে, শিয়ালদহে ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ট্রেন লেটে চলবে।