• Sealdah Station: ‌‌শিয়ালদহে বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, শুক্র সকাল থেকে তীব্র সমস্যায় যাত্রীরা...
    আজকাল | ০৭ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নিত্যযাত্রীদের ভোগান্তি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলবে। আর তার জেরে শুক্রবার সকাল থেকে বহু লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী শিয়ালদহ থেকেও বহু ট্রেন যাতায়াত করছে না। যাত্রাপথ বদল হয়েছে একাধিক ট্রেনের।অন্তত ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ডানকুনি, নৈহাটি, বারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, বারুইপুর, গেদে লোকালের মতো ট্রেনগুলি শিয়ালদহের বদলে দমদম জংশন থেকে ছাড়ছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ, বারাসত, হাবড়া, বনগাঁ লোকালের মতো ট্রেনগুলি ছাড়ছে। এর ফলে বিপুল সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেনে থিকথিকে ভিড়। অথচ ট্রেন নেই। অনেকে ভিড় ট্রেনে উঠতে না পেরে বাস রুটে অফিসের দিকে রওনা দিয়েছেন। এদিকে, শিয়ালদহে ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ট্রেন লেটে চলবে। এদিকে, ট্রেনে অত্যধিক ভিড়ের জেরে টিটাগড় এবং খড়দহের মাঝখানে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝুলতে থাকা এক যুবক লাইনে পড়ে যান। যাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং যাত্রাপথ বদলেছে, সেই তালিকা ঠিক সময়ে প্রকাশ্যে না আসার ফলে সমস্যা আরও তীব্র হয়েছে। এদিকে, শিয়ালদহ–অজমেঢ় সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটে–বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ–আসানসোল সুপার ফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চলবে। রাজধানী ও দুরন্ত–সহ অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই চলবে।
  • Link to this news (আজকাল)