• খোদ বিশ্বকাপে 'বল বিকৃতি'! কাঠগড়ায় পাক নক্ষত্র, উঠল বিতর্কের ঝড়...
    ২৪ ঘন্টা | ০৭ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (T20 World Cup 2024) পাকিস্তানের (Pakistan) অস্বস্তির যেন কোনও অন্ত নেই। আর এই ক্রিকেটীয় দেশের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে বিতর্ক। ফের একবার বল বিকৃতি কাণ্ডে মুখ পোড়াল বাবর আজমের দেশ। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। গত বৃহস্পতিবার, ডালাসের গ্র্য়ান্ড প্রেরি স্টেডিয়ামে আমেরিকা বনাম পাকিস্তানের (USA vs PAK) রুদ্ধশ্বাস ম্য়াচের ফয়সলা হয়েছে সুপার ওভারে। এই ম্য়াচে শেষ হাসি হেসেছে আয়োজক দেশ আমেরিকাই। বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় ধাক্কাগুলির মধ্য়েই থাকবে পাকিস্তানের এই হার। পাকিস্তানের পেসার হ্য়ারিস রউফ (Haris Rauf) নাকি বল বিকৃত করেছেন। এই অভিযোগ এনেই তাঁকে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমেরিকা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার রাস্টি থেরন এই মুহূর্তে কাজ করছেন ইউএসএ-র সঙ্গে। তিনি তাঁর এক্স হ্য়ান্ডেলে হ্য়ারিসকে ধুয়ে আইসিসি-কে মেনশন করে লিখেছেন, 'আচ্ছা আইসিসি, আমরা কি এই ভান করছি যে, পাকিস্তান সদ্য় বদলানো বলটি আঁচড়ায়নি? দুই ওভার আগে বদলানো বল রিভার্স করছে! স্পষ্ট দেখা গিয়েছে যে, হ্য়ারিস রউফ তাঁর বুড়ো আঙুলের ছাপ রেখেছে ওই বলে!' আমেরিকা যদিও লিখিত ভাবে কোনও অভিযোগ আইসিসি-কে দায়ের করেনি। দেখতে গেলে হ্য়ারিস কিন্তু পাকিস্তানের তারকা পেসার। তবে আমেরিকার বিরুদ্ধে তিনি ছিলেন নিস্প্রভ। চার ওভার বল করে মাত্র ১ উইকেট নিয়ে ৩৭ রান হজম করছেন। এক্সপ্রেস বেসার নখ দিয়ে বল আঁচড়েই আমেরিকার ব্য়াটারদের বিপাকে ফেলতে চেয়েছিলেন বলেই অভিযোগ। আইসিসি এখনও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। টস হেরে প্রথমে ব্য়াট করে পাকিস্তান তুলেছিল ৭ উইকেটে ১৫৯ রান। জবাবে আমেরিকা তিন উইকেটে তুলে দেয় এই রান। ম্য়াচ টাই হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে অ্যারন জোন্স ও হরমিত সিংয়ের সামনে হতশ্রী বোলিং করে ১৮ রান দেন মহম্মদ আমির। আমেরিকার বাঁহাতি পেসার সৌরভ নেত্রভালকর বাকিটা বুঝে নেন। ১৯ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ১ উইকেট তুলতে পেরেছিল ১৩ রান। সুপার ওভারে ব্যাট করেছিলেন ইফতেখার আহমেদ, ফখর জামান ও শাহদাব খানরা।  খেলা শেষে পাক অধিনায়ক বাবর বলেছেন, 'দেখুন এর চেয়ে আমরা ভালো বল করি। প্রথম ছয় ওভারে উইকেট নিতে পারিনি। মাঝের দিকে স্পিনাররাও উইকেট পায়নি। ফলে চাপে পড়ে গিয়েছিলাম। ১০ ওভার বাদে আমরা ফিরেছিলাম। তবে ইউএসএ যেভাবে সুপার ওভারে খেলা শেষ করেছে, পুরো কৃতিত্ব ওদেরই প্রাপ্য।' আগামী রবিবার পাকিস্তানের পরের ম্য়াচ ভারতের বিরুদ্ধে। এই ম্য়াচের হাত ধরেই বাবররা চাইবেন কাপযুদ্ধে ফিরতে।

     
  • Link to this news (২৪ ঘন্টা)