• ট্রেন কম, প্রবল ভিড়! মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শিয়ালহ মেন লাইনে....
    ২৪ ঘন্টা | ০৭ জুন ২০২৪
  • বরুন সেনগুপ্ত: একধাক্কায় বাতিল ১৪৭ ট্রেন! শিয়ালদহে যখন যাত্রীদের দুর্ভোগ অব্য়াহত, তখন ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গিয়ে এবার প্রাণ গেল যুবকের! দুর্ঘটনা ঘটল মেন লাইনের খড়দহ ও টিটাগড় স্টেশনের মাঝে।

    সংস্কারের কাজ চলছে শিয়ালদহ স্টেশনে। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম এখন বন্ধ। স্টেশনের বাকি ১৬ প্ল্যাটফর্মে অবশ্য় ট্রেন চলছে। কিন্তু সংস্কারের জেরে একধাক্কায় কমে গিয়েছে ১৪৭ লোকাল ট্রেন। এমনকী, ৪ দুরপাল্লা ট্রেন এই কদিন শিয়ালদহের বদলের কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এদিকে ট্রেন বাতিলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ট্রেনের জন্য গড়ে ৪৫ মিনিট থেকে ১ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। কীভাবে দুর্ঘটনা? শুক্রবার সকালে শিয়ালদহ মেন লাইনে টিটাগড় স্টেশন থেকে ট্রেন ওঠেছিলেন এক যুবক। কিন্তু ভিড়ের কারণে কামরার ভিতরে ঢুকতে পারেননি তিনি। ধুলছিলেন গেটের সামনেই! এরপর টিটাগড় থেকে খড়দা স্টেশনে মাঝে কুষ্ঠ হাসপাতালে সামনে ট্রেন থেকে পড়ে যান ওই যুবক।জানা গিয়েছে, ওই যুবকের নাম মহম্মদ আলী হাসান আনসারী। বাড়ি, টিটাগড়ের ১০ নম্বর ওয়ার্ডের পুরানি বাজার এলাকায়। সল্টলেক সেক্টর ৫-এ চাকরি করতেন আলী। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে। সেখানেই ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
  • Link to this news (২৪ ঘন্টা)