• পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতেই রাশিয়ায় তলিয়ে গেলেন ভারতীয় পড়ুয়া...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ায় ৪ ভারতীয় পড়ুয়ার ডুবে মৃত্যুর খবর জানা গিয়েছে। সেন্ট পিটার্সবার্গের কাছে এক নদীতে অনন্তরাও, জিশান, জিয়া এবং মহম্মদ ইয়াকুবের মৃত্যু হয়েছে। জিশান এবং জিয়া একই পরিবারের সদস্য। নভগোরড স্টেট ইউনিভার্সিটির পড়ুয়া ওই চারজনের বয়স ১৮ থেকে ২০-এর মধ্যে বলেও জানা গিয়েছে। তাঁরা ভলকভ নদীর কাছে হাঁটাচলা করছিলেন। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, জিশান নামের ওই পড়ুয়া ডুবে যাওয়ার সময় তাঁর বাবা-মায়ের সঙ্গে ভিডিও কলে কথে বলছিলেন। তারমাঝেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। জিশানকে তলিয়ে যেতে দেখেই তাঁর আরও ৪ বন্ধু সাহায্যের জন্য এগিয়ে যান। জিয়া সহ বাকি তিনজনও তলিয়ে যান। প্রাণ বাঁচে নিশা ভূপেশ সোনওয়ানে নামের তাঁদেরই এক সঙ্গীর। এই মুহূর্তে তিনি চিকিৎসারত অবস্থায় রয়েছেন। মস্কোর ভারতীয় দূতাবাস জানিয়েছে, পড়ুয়াদের দেহ তাঁদের পরিবারের কাছে দ্রুত পাঠানোর চেষ্টা করা হবে। দুর্ঘটনার পরেই পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাঁদের পরিবারে খবর পাঠানো হয়।
  • Link to this news (আজকাল)