• Pakistan Cricket: আরও সমস্যায় পাকিস্তান, বল ট্যাম্পারিংয়ের অভিযোগ হ্যারিস রউফের বিরুদ্ধে...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের দুর্ভোগের কোনও অন্ত নেই। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার কাছে লজ্জাজনক হারের পর এবার আরও বড় সমস্যায় বাবর আজমরা। এবার হ্যারিস রউফের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার রাস্টি থেরন, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র দলের সদস্য, সোশ্যাল মিডিয়ায় রউফের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। বৃহস্পতিবার ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন পাক পেসার। থেরনের দাবি, খেলা চলাকালীন নতুন বলে নখের ব্যবহার করতে দেখা যায় রউফকে। যাতে বলে রিভার্স সুইং হয়। নিজের এক্স হ্যান্ডেলে থেরন লেখেন, 'আইসিসি আমরা কি এমন আচরণ করছি যাতে মনে হচ্ছে পাকিস্তান বল স্ক্র্যাচ করেনি? ২ ওভার আগে বদল হওয়া বলে রিভার্স সুইং আনার চেষ্টা করা? মার্কের ওপরে হ্যারিস রউফকে বুড়ো আঙুলের নখ দিয়ে খুঁটতে দেখা গিয়েছে।' তিনি মারাত্মক দাবি তুললেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি আমেরিকা দল। ম্যাচ শেষে বোলারদের সমালোচনা করেন বাবর। পাওয়ার প্লেতে উইকেট তুলতে না পারাকেই দায়ী করেন পাকিস্তানের নেতা। একইসঙ্গে বিপক্ষের প্রশংসাও করেন। পাকিস্তানের পরের প্রতিপক্ষ ভারত। 
  • Link to this news (আজকাল)