• Wasim Akram:‌ আমেরিকার কাছে হার!‌ বাবরদের খেলায় বিরক্ত আক্রাম
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের হারে যারপরনাই বিরক্ত ওয়াসিম আক্রাম। বিশ্বক্রিকেটের শিশু আমেরিকার কাছে বাবরদের হারে ক্ষিপ্ত সুলতান অফ সুইং। এই হারকে লজ্জাজনক বলে দাবি করেছেন আক্রাম। পাশাপাশি এও জানিয়েছেন, এই পারফরম্যান্স থাকলে বাবরদের নকআউটে যাওয়া খুবই কঠিন। আক্রামের কথায়, ‘‌লজ্জাজনক ফলাফল। জিত ও হার খেলার অঙ্গ। কিন্তু তোমাকে শেষ বল অবধি লড়তে হবে। এটা পাকিস্তান ক্রিকেটের জন্য মোটেই ভাল বিজ্ঞাপন নয়।’‌ আক্রামের কথায়, ‘‌সুপার এইটে যেতে হলে পাকিস্তানকে কঠিন লড়াই করতে হবে। রয়েছে ভারত ম্যাচ। খেলতে হবে তারপর আরও দুটি ম্যাচ।’‌ ম্যাচে কোথায় ভুল করল পাকিস্তান?‌ আক্রাম বলেছেন, ‘‌পরপর উইকেট হারানোই সমস্যা হয়ে দাঁড়ায়। বাবর ও শাদাব খান জুটি তৈরির চেষ্টা করেছিল। কিন্তু বাকিরা ব্যর্থ। ফিল্ডিং ভাল হয়নি। সবমিলিয়ে পাকিস্তানের জন্য একটা খারাপ দিন।’‌ আক্রাম এরপরই জুড়ে দিয়েছেন, ‘‌প্রথম ইনিংসের পর ভেবেছিলাম পাকিস্তান বড় জয় পাবে। কিন্তু আমেরিকা দারুণ রান তাড়া করেছে।’‌ আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। 
  • Link to this news (আজকাল)