আজকাল ওয়েবডেস্ক: কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে কুলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জওয়ানকে। এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিল একাধিক কৃষক ইউনিয়ন। কুলবিন্দর কৌরের বিরুদ্ধে কোনো অযৌক্তিক ব্যবস্থা না নেওয়ার দাবিতে কৃষকদের সংগঠন ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ইনসাফ যাত্রার পরিকল্পনা করে। বিমানবন্দরে ঘটা পুরো ঘটনার সঠিক তদন্তেরও দাবিও জানানো হয়েছে।