• গলায় আটকে গিয়েছিল কয়েন, ৭ বছর পর অস্ত্রোপচার
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১২ বছরের অঙ্কুল। এক জটিল অস্ত্রোপচার করে তার গলা থেকে বের করা হয়েছে কয়েন। যেটি প্রায় ৭ বছর ধরে আটকে ছিল খাদ্যনালীর পাশে। ঠিক কী ঘটেছিল? বাঘৌলির মুরালিপুরা গ্রামের বাসিন্দা অঙ্কুলের পেটে ব্যথা হয় এপ্রিল মাসে। চিকিৎসার পর সুস্থও হয়ে যায়। ৪ জুন তার গলায় অসম্ভব ব্যথা শুরু হয়। গলার ব্যথা শুনেই ঠাকুরদা তাকে নিয়ে যান জেলা হাসপাতালে। হরদই জেলা হাসপাতালে ইএনটি বিভাগের চিকিৎসক বিবেক সিং এক্স-রে করার পরামর্শ দেন। তাতেই ধরা পড়ে খাদ্য নালির পাশে আটকে রয়েছে একটি কয়েন। জানা যায়, ৫ বছর বয়সে সে কয়েন গিলে ফেলেছিল। অর্থাৎ প্রায় ৭ বছর ধরে গলায় আটকে রয়েছে সেটি। যদিও এমনভাবে আটকে ছিল, তাতে বিশেষ কোনও সমস্য হয়নি অঙ্কুলের। যদিও দেড় মাস আগে জন্ডিস ধরা পড়ে তার। চিকিৎসক বিবেক সিং-এর মতে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ৭ বছর ধরে কয়েন আটকে থাকার ঘটনা কিশোরের শারীরিক বিকাশে প্রভাব ফেলতে পারে। জটিল অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন করার পরেও নানা ধরণের জটিলতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। চিকিৎসকের মতে, 'বেশকিছু জটিলতা থাকতে পারে। সফল ভাবে কয়েক অপসারণের পরেও বেশকিছু জটিলতাসহ সম্ভাবনা রয়েছে সংক্রমণের।' কিশোরকে নিয়মিত পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)