• Narendra Modi: মোদির শপথগ্রহণে নিমন্ত্রিত প্রায় ৮ হাজার, থাকছেন সাফাইকর্মী থেকে রূপান্তরকামীরা...
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্য়া বিস্তর। জানা গিয়েছে, এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বহু শ্রমিক। থাকছেন বহু সাফাই কর্মী, রূপান্তরকামী এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে কাজ করা শ্রমিকরা। জানা গিয়েছে, বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত কর্মীরাদেরও নিমন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে আমন্ত্রিতদের সংখ্যা প্রায় আট হাজার। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন নরেন্দ্র মোদি সহ এনডিএ শরিকরা।
  • Link to this news (আজকাল)