• LK Advani: তৃতীয় দফায় শপথ নেওয়ার আগে আদবানির বাসভবনে মোদি
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই ভোটে। ২৪০-এ থমকে যাওয়া গেরুয়া শিবিরের এবার সরকার গড়তে ভরসা শরিক জোটগুলি। শুক্রবার এনডিএ জোটের সাংসদরা বৈঠকে বসেছিলেন। এদিন বৈঠকে মোদিকেই এনডিএ জোটের নেতা হিসেবে মেনে নেয় সব শরিক দল। রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। তার আগে তিনি সাক্ষাৎ করলেন ভারতরত্ন লালকৃষ্ণ আদবানির সঙ্গে। এদিন বর্ষীয়ান নেতার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। সূত্রের খবর, আদবানির সঙ্গে সাক্ষাতের পর মোদি বিজেপির বর্ষীয়ান নেতা মুরুলি মনোহর জোশী এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার সন্ধেয়, অর্থাৎ আজই রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আবেদন জানাবেন মোদি। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে ভাষণ দিতে গিয়ে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা নরেন্দ্র মোদির মুখে শোনা গেল এনডিএ'র স্তুতি। মঞ্চে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু-সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে মোদি তাঁর ভাষণের এক বড় অংশই ব্যয় করলেন এই জোট এবং জোটের নেতাদের প্রশংসায়।  মোদির কথায়, 'এনডিএ'র মতো ভোট পূর্ববর্তী জোট এর আগে কখনও সফল হয়নি। আমাদের পারস্পরিক বিশ্বাসের সেতুটা অটুট। যেটাই আমাদের সবচেয়ে বড় পুঁজি।' দেশের মানুষের কাছে এই জোটের গুরুত্ব বোঝাতে তিনি বলেন, 'এনডিএ জোট ভারতের আত্মার প্রতিবিম্ব। সরকারের জন্য বহুমত প্রয়োজন পড়লেও দেশের জন্য সহমত দরকার।' জোটে যে কোনও কৃত্তিমতা নেই সেটা বোঝাতে তিনি বলেন, 'একেবারে নিচুতলা পর্যন্ত কাজ হয়েছে। তাই এই 'অর্গানিক অ্যালায়েন্স' তৈরি হয়েছে।'  বৈঠকে বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। বক্তব্যে নির্বাচনকালে মোদির নিরলস প্রচারকে কুর্নিশ জানিয়েছেন। মোদি-শাহের বৈঠক, সভা কীভাবে ভোট টেনেছে এনডিএ জোটের দিকে, কর্মী সমর্থকদের মনে বিশ্বাস বাড়িয়েছে সেকথা বলেন তিনি। 
  • Link to this news (আজকাল)