আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর অষ্টমঙ্গলায় গিয়ে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ফিল্ড কলোনি এলাকার বাসিন্দা যীশু হালদারের (৩১) সঙ্গে প্রতাপপুর কলোনির বাসিন্দা সরস্বতী হালদারের বিয়ে হয়। ১ জুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলায় যান যীশু। কিন্তু ২ জুন সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় যীশু। তাঁর পরিবার ও শ্বশুরবাড়ির লোকেরা বহু জায়গায় খোঁজাখুঁজি করলেও যীশুর সন্ধান পাওয়া যায়নি। রঘুনাথগঞ্জ থানায় নিখোঁজ ডায়রিও করা হয়। এরপর শুক্রবার সকালে যীশুর শ্বশুরবাড়ি থেকে বেশ কিছুটা দূরে সোনাটিকুরি–দেউলির মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় যীশুর দেহ উদ্ধার হয়। রঘুনাথগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, যুবক আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন? গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।