Chandrababu Naidu: ১২ জুন শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু
আজকাল | ০৮ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: তেলুগু দেশম পার্টির জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু ১২ জুন সকাল ১১টা ২৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিজয়ওয়াড়ার নিকটবর্তী স্থানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ–র শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। রাজ্য ভাগ হবার পর দ্বিতীয়বার তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি, জনসেনা এবং বিজেপি জোট ১৭৫টির মধ্যে ১৬৪ আসনে জয়লাভ করে।