• Ramoji Rao:‌ প্রয়াত রামোজি রাও
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মিডিয়া টাইকুন রামোজি রাও প্রয়াত। ইটিভি নেটওয়ার্ক ও রামোজি ফিল্ম সিটির প্রধানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পাঁচ জুন উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের স্টার হাসপাতালে। শনিবার ভোররাতে তিনি মারা যান।রামোজি ফিল্ম সিটির বাড়িতে তাঁর মৃতদেহ এদিন আনা হবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‌রামোজি রাও একজন দূরদর্শী মানুষ ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ও ফিল্ম জগতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য প্রচেষ্টার মাধ্যমে, তিনি মিডিয়া এবং বিনোদন জগতে উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের জন্য নতুন মান স্থাপন করেছেন। তাঁর সঙ্গে একাধিকবার দেখা ও কথা বলার সুযোগ হয়েছে। আমি ভাগ্যবান।’‌ ১৯৩৬ সালের ১৬ নভেম্বর জন্ম রামোজি রাওয়ের। তিনি একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজক। রামোজি গ্রুপেরও প্রধান ছিলেন তিনি। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি ইনাডু সংবাদপত্র, ইটিভি নেটওয়ার্ক, উষাকিরণ মুভিজ কোম্পানির মালিক ছিলেন। মার্গদর্শী চিট ফান্ড, ডলফিন গ্রুপ অফ হোটেলস, কলাঞ্জলী শপিং মল, প্রিয়া আচার ও ময়ূরী ফিল্ম ডিস্ট্রিবিউশনেরও মালিক ছিলেন তিনি। জিতেছিলেন জাতীয় পুরস্কারও। 
  • Link to this news (আজকাল)