• স্কুলে স্কুলে গাছের বীজ, চারা বিলিয়ে বেড়ান রমেশ
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • তীর্থঙ্কর দাস: 'গাছ লাগান প্রাণ বাঁচান'এই কথা আমরা প্রত্যেকেই জানি। পরিবেশ দিবস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গাছ লাগানোর প্রথা রয়েছে। কিন্তু গাছ লাগানোর পর তাদের পরিচর্যা করার কথা বেশিরভাগ ক্ষেত্রেই মনে থাকে না। কলকাতার কালিকাপুরের বাসিন্দা, রমেশ চন্দ্রন। বয়স ৬৭। এই বয়সে এসেও মানুষটা উদ্দীপনা নিয়ে শহরের অলিতে গলিতে স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছেন। ছোট ছোট পড়ুয়াদের দিয়ে আসছেন কিছু বীজ, কিছু গাছ। পড়ুয়াদের থেকে তাঁর চাহিদা, আশেপাশের গাছ যেগুলো পরিচর্যার অভাবে রুগ্ন, সেগুলি তাঁকে দত্তক দেওয়া। প্রায় মরে যাওয়া, শুকিয়ে যাওয়া গাছ এনে আবারও তাতে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন রমেশ। রমেশের মতে, ছোটবেলা থেকে পড়ুয়াদের যদি ঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে বড় হয়ে তারা দায়িত্বশীল মানুষ হয়ে উঠবে এবং পরিবেশের দিকে তাদের নজর থাকবে। রমেশ জানালেন, 'এখন সবাই গাছ লাগিয়ে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেন। ঠিক পরের দিনই গাছগুলোকে দেখভাল করার সময় তাদের আর পাওয়া যায় না।' কালিকাপুরে তারা আবাসনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। পাড়া প্রতিবেশী থেকে স্কুল পড়ুয়া, বিনামূল্যে প্রত্যেককে গাছ এবং বীজ দেন তিনি। কলকাতা শহরের বিভিন্ন স্কুলে পরিবেশ নিয়ে কর্মশালারও আয়োজন করেন।
  • Link to this news (আজকাল)