• আগামী সপ্তাহেই প্রশাসনিক বৈঠক করবেন মমতা
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোট শেষ। এবার ফের রাজ্যের উন্নয়নের দিকে নজর দিতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এবার প্রশাসনিক বৈঠকে নজর দিচ্ছেন মমতা। আগামী ১১ জুন নবান্নের সভাঘরে হবে মেগা বৈঠক। সেখানে সমস্ত দপ্তরের মন্ত্রী ও সচিব, যুগ্ম সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। রাজ্যজুড়ে প্রশাসনিক কাজকর্ম কোথায় কী থমকে রয়েছে, তা পর্যালোচনা করা হবে ওইদিনের বৈঠকে। ৩১ মার্চ থেকে কলকাতার বাইরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের প্রচারের জন্য তিনি জেলায় জেলায় ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ভোট ছিল শেষ দফায়, ১ জুন। তার আগেই কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোট মিটে গিয়েছে। বাংলার ৪২ আসনের মধ্যে ২৯টিই তৃণমূলের দখলে। কার্যত সবুজ ঝড় বাংলায়। তাতে অনেকটাই খুশি দলনেত্রী। তবে এবার ফের একবার রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখার দিকে নজর দিতে চান তিনি। 
  • Link to this news (আজকাল)