আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইনের গাজায় শিশুদের ওপর হামলার ফলে ইজরায়েল সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল রাষ্ট্রপুঞ্জ। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতাসম্পন্ন বাহিনী। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইজরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত।’ প্রসঙ্গত এই কালো তালিকায় রাশিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার সেনাবাহিনীর নামও রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট (আইএস), আল–শাবাব, তালেবান, আল–কায়দার মতো সংগঠনও আছে। গাজার সরকারি হিসাব অনুযায়ী, ইজরায়েলি হামলায় ১৫ হাজার ৫৭১ এর বেশি শিশু মারা গেছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি ১০ প্যালেস্তাইনি শিশুর ৯ জনই ‘ভয়াবহ খাদ্য সঙ্কটে’ রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক প্যালেস্তাইনি শিশু মারা গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে জানিয়েছিল, গাজার প্রতি ৫ শিশুর ৪ জনই প্রতি তিন দিনে অন্তত এক দিন পুরো দিন না খেয়ে থাকে।