• ‌মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন শেখ হাসিনা
    আজকাল | ০৮ জুন ২০২৪
  • জয়ন্ত আচার্য, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। মোদির আমন্ত্রণে তাঁর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকাল ১০.‌১৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। বিমানটি দুপুর ১২টায় দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। দিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। রাতে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। সোমবার রাত আটটায় হাসিনার ঢাকায় ফেরার কথা। প্রসঙ্গত, বুধবার শেখ হাসিনাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।
  • Link to this news (আজকাল)